সবথেকে গুরুত্বপূর্ণ 1.জাতীয় সমুদ্র দিবস(National Maritime Day) ৫ এপ্রিল পালন করা হল। (৫ই এপ্রিল ১৯১৯ সালে প্রথম সমুদ্র জাহাজ মুম্বাই থেকে ব্রিটেন গিয়েছিল, এই International Mine Awareness প্রতি বছর ৫ই এপ্রিল পালন করা হয়, প্রথম সমুদ্র দিবস পালন করা হয় ১৯৬৪ সালে।) (১লা এপ্রিল উৎকল দিবস,২রা এপ্রিল বিশ্ব অটিজম দিবস(Autism Day), ৪ ঠা এপ্রিল International Mine Awareness Day . 2.ষ্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ডোরস্টেপ সুবিধা চালু করল। স্টেট ব্যাংক স্থাপিত হয় ১৯৫৫ সালে, হেডকোয়াটার মুম্বাই, বর্তমান সিইও হলেন- রজনীশ কুমার।( Whatsapp ব্যাংকিং শুরু করেছে- ICICI). 3.কেন্দ্র সরকার কেন্দ্রীয় শাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে ডোমিসাইল চালু করল। এর ফলে এখানকার নাগরিকত্ব নিতে হলে কম করে ১৫ বছর জম্মু কাশ্মীরে বসবাস করে থাকতে হবে (ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ৭ বছর জম্মু কাশ্মীরে স্কুলে ও কলেজে পড়াশুনা করে থাকলে নাগরিকত্ব নেবার সুযোগ পাবে)। বর্তমান কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা ৮টি, জম্মু কাশ্মীর, লাদাখ, চণ্ডীগড়, দিল্লী, পুদুচেরী ,লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকবোর দ্বীপপুঞ্জ, দাদরা ও নগর হাভেলি+দমন ...
Comments
Post a Comment