৬ এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স For WBCS main, Railway NTPC with PDF link


  • সবথেকে গুরুত্বপূর্ণ



 1.জাতীয় সমুদ্র দিবস(National Maritime Day) ৫ এপ্রিল পালন করা হল। (৫ই এপ্রিল ১৯১৯ সালে প্রথম সমুদ্র জাহাজ মুম্বাই থেকে ব্রিটেন গিয়েছিল, এই International Mine Awareness প্রতি বছর ৫ই এপ্রিল পালন করা হয়, প্রথম সমুদ্র দিবস পালন করা হয় ১৯৬৪ সালে।) (১লা এপ্রিল উৎকল দিবস,২রা এপ্রিল বিশ্ব অটিজম  দিবস(Autism Day), ৪ ঠা এপ্রিল International Mine Awareness Day .
2.ষ্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ডোরস্টেপ সুবিধা চালু করল। স্টেট ব্যাংক স্থাপিত হয় ১৯৫৫ সালে, হেডকোয়াটার মুম্বাই, বর্তমান সিইও হলেন- রজনীশ কুমার।( Whatsapp ব্যাংকিং শুরু করেছে- ICICI).
3.কেন্দ্র সরকার কেন্দ্রীয় শাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে ডোমিসাইল চালু করল। এর ফলে এখানকার নাগরিকত্ব নিতে হলে কম করে ১৫ বছর জম্মু কাশ্মীরে বসবাস  করে থাকতে হবে (ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ৭ বছর জম্মু কাশ্মীরে স্কুলে ও কলেজে পড়াশুনা করে থাকলে নাগরিকত্ব নেবার সুযোগ পাবে)। বর্তমান কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা ৮টি, জম্মু কাশ্মীর, লাদাখ, চণ্ডীগড়, দিল্লী, পুদুচেরী ,লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকবোর দ্বীপপুঞ্জ, দাদরা ও নগর হাভেলি+দমন দিও।
4.Convid-19 –এর জন্য Mhrd .সাথে যুক্ত হয়ে Student Help Line পোর্টাল চালু করল- AICTE.
5.হ্যাক দ্য ক্রাইসিস ইন্ডিয়ার সূচনা করলেন মানব সম্পদ প্রতিমন্ত্রী (রাজ্যমন্ত্রী) সঞ্জয় ধত্রে।করোনা ভাইরাসকে সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য।
6. BSNL কোম্পানি কোয়ারেন্টিন অ্যালার্ট এর সুচনা করল (C.DOTএর সাথে চুক্তি করে )।

      ধন্যবাদ    
প্রশ্ন- (উত্তরদিন কমেন্টে)
। জাতীয় সমুদ্র দিবস(National Maritime Day) কবে পালন করা হল?
(অ)৫ এপ্রিল (আ) ৬ এপ্রিল (ই) ৫ মার্চ (ঈ) ৬ মার্চ।
২। কবে প্রথম সমুদ্র দিবস পালন করা হয় ?
(অ) ১৯৬২সালে (আ) ১৯৬৩সালে (ই) ১৯৬৪ সালে (ঈ) ১৯৬৫ সালে।
৩। কোন ব্যাঙ্ক ডোরস্টেপ সুবিধা চালু করল ?
(অ) ব্যাংক অব ইন্ডিয়া (আ) আক্সিস ব্যাংক (ই)ষ্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (ঈ) রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া।
৪। ষ্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার বর্তমান সিইও কে ?
(অ) রজনীশ কুমার (আ) রজনী কুমার (ই) রজনী কান্ত (ঈ) রজনীশ কান্ত।
৫।  কোন ব্যাংক Whatsapp ব্যাংকিং শুরু করেছে-
(অ) ICICI (আ) ব্যাংক অব ইন্ডিয়া (আ) আক্সিস ব্যাংক (ই)ষ্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
৬। কেন্দ্র সরকার কোন কেন্দ্রশাসিত অঞ্চল-এ ডোমিসাইল চালু
(অ)লাদাখ (আ) চণ্ডীগড় (ই) দিল্লী (ঈ)জম্মু কাশ্মীর।
৭। বর্তমান কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কত?
(অ) ৯টি (আ) ৭টি (ই) ১০ টি (ঈ)৮টি।
৮। কোন দুটি কেন্দ্রশাসিত অঞ্চল সংযুক্ত করা হয়েছে-
(অ) জম্মু কাশ্মীর + লাদাখ (আ) হরিয়ানা + চণ্ডীগড় (ই) পুদুচেরী + লাক্ষাদ্বীপ, (ঈ) দাদরা ও নগর হাভেলি+দমন দিও।
৯। কোন কোম্পানি কোয়ারেন্টিন অ্যালার্ট এর সুচনা করল?
(অ) BSNL (আ) Airtel (ই) JIO (ঈ) C.DOT।


Download link : click Now



Comments

Popular posts from this blog

রেলের পরীক্ষার জিকে

WBCS MAIN পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ