প্রতি দিনের কারেন্ট অ্যাফেয়ার্স

1.   International Mine Awareness Day পালন করা হল ৪ ঠা এপ্রিল। এবছরের থিম Together For mine action.(ইউনাইটেড ন্যাশন ২০০৬ সালে এটি প্রথম পালন করে ) স্থাপন হয়েছিলঃ ২৪ অক্টোবর ১৯৪৫, ২৪ অক্টোবর প্রতি বছর ইউনাইটেড ন্যাশন দিবস হিসাবে পালন করা হয়। হেডকোয়াটারঃ নিউইয়র্ক। বর্তমান সেক্রেটারি- আন্তেনিও গুটেরাস।
2.   ওড়িশা সরকার  Unicef এর সহযোগিতায় Mo Prativa নামে অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু করল (ওড়িশার রাজধানী ভুবনেশ্বর, রাজ্যপাল- গণেশি লাল, মুখ্যমন্ত্রী- নবীন পট্টনায়ক, ভারতের নোনা জলের বৃহত্তম হ্রদ চিল্কা ওড়িশাতে অবস্থিত, এখানকার হুইলার দ্বীপটির নতুন নাম এ পি জে আব্দুল কালাম, এখানকার গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্কদুটি হল- শিমলিপাল ন্যাশনাল পার্ক, ভিতরকণিকা ন্যাশনাল পার্ক
3.   NASA সূর্যকে নিয়ে গবেষণার জন্য সানরাইজ মিশন শুরু করল। এই মিশনের দ্বারা সূর্যের অভ্যন্তরের শক্তির সৃষ্টি রহস্য এবং সেই শক্তি কীভাবে বিভিন্ন গ্রহে পৌঁছায় তা জানার চেষ্টা করা হবে। NASA- হেডকোয়াটার- নিউইয়র্ক, বর্তমান প্রশাসক জিম ব্রিডেনস্তাইন
4.   গিতা রামজি নামক বিজ্ঞানী করোনা ভাইরাসের আক্রমণে মারা গেলেন।
5.   হকি খেলায় সবথেকে বেশী গোল করার রেকর্ড করলেন পাকিস্থানের সোহেল আব্বাস (৩৪৬ গোল)। পাকিস্থানের রাজধানী ইসলামাবাদ, রাষ্ট্রপতি-আরিফ আলভি , প্রধানমন্ত্রী- ইমরান খান, মুদ্রা- পাকিস্থানী রুপি
6.   উনিশতম এশিয়ান গেমসের ম্যাসকট চীনে ঘোষণা হল- The Smart Triplets নামে পরিচিত তিনটি রোবট, যাদের প্রকৃত নাম- Congcong, Lianlian, Chenchen.খেলাটি হবে চীনের হাংঝাউতে
7.   Convid-19 এর জন্য চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের পরিবহনের জন্য কেন্দ্র সরকার UBER এর সাথে চুক্তি করেছে।
8.   Quarantine না মানা ব্যক্তিদের শনাক্ত করার জন্য Geo-Fencing App লঞ্চ করল কেন্দ্র সরকার।
9.   ডেনিয়েল ফিলিন নামক নিউজিল্যান্ডের ক্রিকেটার সব ধরণের ক্রিকেট খেলা থেকে অবসর নিলেন। নিউজিল্যান্ডের রাজধানী- ওয়েলিংটন , গভর্নর জেনারেল- রানী দ্বিতীয়া এলিজাবেথে, মুদ্রা-ডলার


এপ্রিল পঞ্চম DOWNLOAD LINK ==> ডাউনলোড 


Download  


Comments

Popular posts from this blog

রেলের পরীক্ষার জিকে

WBCS MAIN পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ