WBCS MAIN পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ
✍️ পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ —পর্বত, মালভূমি ও সমভূমি
প্রশ্ন:- ইয়াংসিকিয়াং নদীর অববাহিকার সমভূমি কোন শ্রেণির সমভূমি ?
উত্তর:- ইয়াংসিকিয়াং নদীর অববাহিকার সমভূমি পলিগঠিত সমভূমি [Alluvial Plain] শ্রেণির সমভূমি ।
প্রশ্ন:- মেকং নদীর অববাহিকার সমভূমি কোন শ্রেণির সমভূমি ?
উত্তর:- মেকং নদীর অববাহিকার সমভূমি পলিগঠিত সমভূমি [Alluvial Plain] শ্রেণির সমভূমি।
প্রশ্ন:- মেনাম নদীর অববাহিকার সমভূমি কোন শ্রেণির সমভূমি ?
উত্তর:- মেনাম নদীর অববাহিকার সমভূমি পলিগঠিত সমভূমি [Alluvial Plain] শ্রেণির সমভূমি।
প্রশ্ন:- ইরাবতী নদীর অববাহিকার সমভূমি কোন শ্রেণির সমভূমি ?
উত্তর:- ইরাবতী নদীর অববাহিকার সমভূমি পলিগঠিত সমভূমি [Alluvial Plain] শ্রেণির সমভূমি ।
প্রশ্ন:- ইউফ্রেটিস নদীর অববাহিকার সমভূমি কোন শ্রেণির সমভূমি ?
উত্তর:- ইউফ্রেটিস নদীর অববাহিকার সমভূমি পলিগঠিত সমভূমি [Alluvial Plain] শ্রেণির সমভূমি ।
প্রশ্ন:- টাইগ্রিস নদীর অববাহিকার সমভূমি কোন শ্রেণির সমভূমি ?
উত্তর:- টাইগ্রিস নদীর অববাহিকার সমভূমি পলিগঠিত সমভূমি [Alluvial Plain] শ্রেণির সমভূমি।
প্রশ্ন:- মিসিসিপি-মিসৌরী নদীর অববাহিকার সমভূমি কোন শ্রেণির সমভূমি ?
উত্তর:- মিসিসিপি-মিসৌরী নদীর অববাহিকার সমভূমি পলিগঠিত সমভূমি [Alluvial Plain] শ্রেণির সমভূমি ।
প্রশ্ন:- প্লাবন সমভূমি [Flood Plain] কোথায় দেখা যায় ?
উত্তর:- পৃথিবীর প্রায় সব নদীর তীরে কম-বেশি প্লাবন সমভূমি [Flood Plain] দেখা যায় ।
প্রশ্ন:- সঞ্চয়জাত সমভূমি কাকে বলে ?
উত্তর:- প্লাবন সমভূমিকে সঞ্চয়জাত সমভূমিও বলে । এই সমভূমি পলিমাটি সঞ্চিত হয়ে গঠিত হয় বলে একে সঞ্চয়জাত সমভূমি বলে । গাঙ্গেয় সমভূমি ভারতের সর্ববৃহৎ সঞ্চয়জাত সমভূমি ।
প্রশ্ন:- ব-দ্বীপ সমভূমি [Deltaic Plain] কোথায় দেখা যায় ?
উত্তর:- গঙ্গা, ব্রহ্মপুত্র, হোয়াংহো, ইয়াংসিকিয়াং, মিসিসিপি-মিসৌরী, নীলনদ প্রভৃতি নদ-নদীর মোহনার কাছাকাছি জায়গায় ব-দ্বীপ সমভূমি [Deltaic Plain] দেখা যায় ।
প্রশ্ন:- উপকূল সমভূমি [Coastal Plain] কোথায় দেখা যায় ?
উত্তর:- এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা প্রভৃতি সব মহাদেশের উপকূলে উপকূল সমভূমি [Coastal Plain] দেখা যায় । এই সমভূমি সাধারণত সমুদ্রের দিকে ঢালু হয় ।
প্রশ্ন:- যাবতীয় পর্বতের মধ্যে সবচেয়ে নবীন কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- যাবতীয় পর্বতের মধ্যে সবচেয়ে নবীন ভঙ্গিল পর্বত ।
প্রশ্ন:- পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরির নাম কী ?
উত্তর:- পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরির নাম হল হাওয়াই দ্বীপের মৌনালোয়া ।
প্রশ্ন:- পৃথিবীর বৃহত্তম সমভূমি কোনটি ?
উত্তর:- পৃথিবীর বৃহত্তম সমভূমি হল ইউরেশিয়া সমভূমি ।
প্রশ্ন:- ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি ?
উত্তর:- ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হল ব্যারেন দ্বীপ ।
প্রশ্ন:- ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কী ?
উত্তর:- ভারতের সর্বোচ্চ মালভূমির নাম হল লাদাখ ।
প্রশ্ন:- পাখির পায়ের মতো দেখতে একটি ব-দ্বীপের নাম কী ?
উত্তর:- পাখির পায়ের মতো দেখতে একটি ব-দ্বীপের নাম হল মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরী-মিসিসিপির ব-দ্বীপ ।
প্রশ্ন:- জীবাশ্ম দেখা যায় কোন শ্রেণীর পর্বতে ?
উত্তর:- জীবাশ্ম দেখা যায় ভঙ্গিল শ্রেণীর পর্বতে ।
প্রশ্ন:- পৃথিবীর ছাদ কাকে বলে ?
উত্তর:- পামীর মালভূমিকে পৃথিবীর ছাদ বলে ।
Comments
Post a Comment