WBCS main current affairs 7th April
১। ৬ এপ্রিল ইন্টারন্যাশনাল ডে অব স্পোর্ট ফর ডেভলপমেন্ট অ্যান্ড পিস পালন করা হল ইউনাইটেড ন্যাশন দ্বারা।
২। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের দান করা টাকা একত্রিত করার জন্য ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্ককে দায়িত্ব দেওয়া হল। জন্য ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্ক স্থাপিত হয় ১৯৩৭ সালে, হেডকোয়াটার- চেন্নাই, এমডি ও সিইও হলেন – শ্রী কারনাম শেখর।
৩। তেলেঙ্গানা সরকার মানব সানিটাইজার V Safe Tunnel স্থাপন করল । এটি স্থাপন করা হয়েছে রাজ্য পুলিশ হেডকোয়াটারে। তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ, মুখ্যমন্ত্রী- কে চন্দ্রশেখর রাও, রাজ্যপাল- তামলিসাই সুন্দ্রারাজন।
৪। আই আই টি রুরকি প্রান বায়ু নামক পোর্টেবল ভেন্টিলেটর (দাম মাত্র ২৫০০০ টাকা ) আবিষ্কার করল।
৫। নিউইয়র্কের একটি চিরিয়াখানায় একটি বাঘকে কোভিড -১৯ আক্রান্ত হিসাবে পাওয়া গেল। রাজধানী আলবানি, মুদ্রা- ডলার।
৬। ইন্ডিয়ান এয়ার ফোর্স অপারেশন সঞ্জীবনী চালু করল। ইন্ডিয়ান এয়ার ফোর্স স্থাপিত হয় ৮ এপ্রিল ১৯৩২ সালে, হেডকোয়াটার – নিউ দিল্লী, ইন্ডিয়ান এয়ার ফোর্সের চিফ আর কে এস ভাদোরিয়া।
৭। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে হিরো টু অ্যানিম্যাল স্মমানে ভূষিত করল PeTA নামক সংস্থা। PeTA স্থাপিত হয় ১৯৮০ সালে, হেডকোয়াটার ভার্জিনিয়া।
৮। HCL কোম্পানি নয়ডাতে কোভিড ১৯ সেন্টার স্থাপন করল কোভিড ১৯ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদানের জন্য ।
৯। মহারাষ্ট্র সরকার নিজ বাড়িতে অবস্থান করার সাথে সাথে বাড়িতে থেকেই কোভিড ১৯ পরীক্ষার অনলাইন পোর্টাল সুবিধা চালু করল। রাজধানী – মুম্বাই ,মুখ্যমন্ত্রী- উদ্ভব ঠাকরে , রাজ্যপাল- ভগত সিং খশিয়ারি।
১০। নাসা চাঁদের দক্ষিণ বিন্দুতে ২০২৪ সালে মানুষ পাঠাবার Artemis প্রকল্পের সূচনা করল।
১১। কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতি, রাজ্যপাল, প্রধানমন্ত্রী সহ সকল লোকসভা ও রাজ্যসভার সাংসদদের মূল ভাতার ৩০ % নিয়ে তা কনসলিডেটেড ফান্ড তহবিলে দেবার কথা ঘোষণা করল।
Download link ==> click now
Whatsapp link for daily current affairs click here ==> click Now
Comments
Post a Comment