WBCS MAIN GEOGRAPHY
পশ্চিমবঙ্গের কৃষি পৃথিবীর মোট আয়তনের মাত্র ২.৪ শতাংশ আর মোট জলসম্পদের মাত্র ৪ শতাংশ রয়েছে ভারতে। কিন্তু বিশ্বের মোট জনসংখ্যার ১৭ শতাংশ এবং মোট গবাদি পশুর ১৫ শতাংশ ভারতে বাস করে। ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের মোট কর্মক্ষম মানুষের ৫৪.৬ শতাংশ হল কৃষিজীবী। অর্থনৈতিক দিক থেকে কৃষিকাজ প্রাথমিক ক্ষেত্রের মধ্যে পড়ে। ২০১৩-২০১৪ সালের রিপোর্ট অনুযায়ী GDP তে কৃষির অবদান ১৩.৯ শতাংশ। ভারতের মোট কৃষি জমির পরিমাণ ১৫৯.৭ মিলিয়ন হেক্টর (৩৯৪.৬ মিলিয়ন একর ) ভারত কৃষি জমির পরিমাণ অনুযায়ী পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করে। (প্রথম আমেরিকা যুক্তরাষ্ট্র)। পশ্চিমবঙ্গের মোট আয়তন ৮৮ লক্ষ ৭৫ হাজার ২০০ হেক্টর। পশ্চিমবঙ্গের মোট কৃষিজমির পরিমাণ ৮৬ লক্ষ ৮৬ হাজার ৬৩৯ হেক্টর। পশ্চিমবঙ্গের মোট বপনযোগ্য কৃষিজমির পরিমাণ ৫৩ লক্ষ ৫৪ হাজার ১৯৬ হেক্টর। পশ্চিমবঙ্গে মোট শস্যক্ষেত্র আছে ৯৫ লক্ষ ১০ হাজার ৪২৩ হেক্টর। পশ্চিমবঙ্গের শস্যখেতের ঘনত্ব ১৭৭.৬৩ শতাংশ। কৃষি জমির পরিমাণ অনুযায়ী পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে ( ভারতের মোট কৃষি জমির ৩ শতাংশ ) (প্রথম উত্তর ...