প্রশ্ন:- বেদের শেষ ভাগের নাম কী ? উত্তর:- বেদের শেষ ভাগের নাম অথর্ব। প্রশ্ন:- বৈদিক সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলা হয় ? উত্তর:-উপনিষদকে বৈদিক সাহিত্যের বেদান্ত বলা হয় । প্রশ্ন:- বেদ কবে রচিত হয় ? উত্তর:-খ্রিষ্টপূর্ব ১,৫০০ – ১০০০ অব্দেরমধ্যে বেদ রচনা করা হয় বলে অনুমান করা হয়ে থাকে । প্রশ্ন:- বেদের কয়টি ভাগ আছে ও কী কী ? উত্তর:- বেদের চারটি ভাগ আছে – যথা ঋক,সাম,যজু, ও অথর্ব । প্রশ্ন:- প্রত্যেক বেদের কয়টি অংশ ও কী কী ? উত্তর:- প্রত্যেক বেদের চারটি অংশ , যথা:সংহিতা , ব্রাহ্মণ, আরন্যক এবং উপনিষদ বা বেদান্ত । প্রশ্ন:- কী ভাবে বেদ কথাটির উৎপত্তি হয় ? উত্তর:-বিদশব্দ থেকে বেদ কথাটির উৎপত্তি হয় , বিদ শব্দের অর্থ হল জ্ঞান । প্রশ্ন:- গৃহপতি বা কুলপা কাকে বলা হত ? উত্তর:- বৈদিক যুগের কোনো পরিবারেরকর্তাকেগৃহপতি বা কুলপা বলা হত । প্রশ্ন:- বৈদিক যুগের কয়েক জন বিদুষী নারীর নাম করো ? উত্তর:- বৈদিক যুগের কয়েক জন বিদুষী নারীর নাম হলঅন্ডালা, ঘোষ, মমতা, লোপামুদ্রাপ্রভৃতি । প্রশ্ন:- আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কী ? উত্তর:- আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমের নামব্রহ্মচর্য...
Comments
Post a Comment