দুই হাজার কুড়ি সালের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের সবথেকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি With Questions and Answers নিম্নে ডাউনলোড লিঙ্ক দেয়া হল আপনাদের যদি কিছু কৌতুহল থাকে তাহলে অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক তৈরি করা হয়েছে যেখানে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করে দেওয়া হয় চাইলে তাতে যোগ দিতে পারেন ধন্যবাদ Download Here ==> click Now Group For Current Affairs: ==> click here
প্রশ্ন:- বেদের শেষ ভাগের নাম কী ? উত্তর:- বেদের শেষ ভাগের নাম অথর্ব। প্রশ্ন:- বৈদিক সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলা হয় ? উত্তর:-উপনিষদকে বৈদিক সাহিত্যের বেদান্ত বলা হয় । প্রশ্ন:- বেদ কবে রচিত হয় ? উত্তর:-খ্রিষ্টপূর্ব ১,৫০০ – ১০০০ অব্দেরমধ্যে বেদ রচনা করা হয় বলে অনুমান করা হয়ে থাকে । প্রশ্ন:- বেদের কয়টি ভাগ আছে ও কী কী ? উত্তর:- বেদের চারটি ভাগ আছে – যথা ঋক,সাম,যজু, ও অথর্ব । প্রশ্ন:- প্রত্যেক বেদের কয়টি অংশ ও কী কী ? উত্তর:- প্রত্যেক বেদের চারটি অংশ , যথা:সংহিতা , ব্রাহ্মণ, আরন্যক এবং উপনিষদ বা বেদান্ত । প্রশ্ন:- কী ভাবে বেদ কথাটির উৎপত্তি হয় ? উত্তর:-বিদশব্দ থেকে বেদ কথাটির উৎপত্তি হয় , বিদ শব্দের অর্থ হল জ্ঞান । প্রশ্ন:- গৃহপতি বা কুলপা কাকে বলা হত ? উত্তর:- বৈদিক যুগের কোনো পরিবারেরকর্তাকেগৃহপতি বা কুলপা বলা হত । প্রশ্ন:- বৈদিক যুগের কয়েক জন বিদুষী নারীর নাম করো ? উত্তর:- বৈদিক যুগের কয়েক জন বিদুষী নারীর নাম হলঅন্ডালা, ঘোষ, মমতা, লোপামুদ্রাপ্রভৃতি । প্রশ্ন:- আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কী ? উত্তর:- আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমের নামব্রহ্মচর্য...
Comments
Post a Comment